"দোয়েল নেটবুক" অর্ধেকে দামে মাত্র ৫ হাজার টাকায়
অবশেষে মুখ থুবড়ে পড়া "দোয়েল নেটবুক" অর্ধেকে দামে মাত্র ৫ হাজার টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে টেলিফোন শিল্প সংস্থা টেশিস। বছরের প্রথম দিন দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এই ঘোষণা দেয়ার পর থেকেই নেটবুক কিনতে নির্ধারিত ৩টি বিক্রয় কেন্দ্রে ভিড় বাড়ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে টেশিস গ্রাহক সেবা কেন্দ্র থেকে এ বি সিদ্দিক প্রিয়.কমকে জানিয়েছেন, আমাদের যথেষ্ট পরিমাণ স্টক আছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আমাদের সাশ্রয়ী মূল্যে নেটবুক বিক্রি অব্যাহত থাকবে।
টেশিস সূত্রে জানা গেছে, মাত্র ৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে দেশী ব্র্যান্ডের প্রাইমারি-২১০২ মডেলের নেটবুক। বুধবার থেকে গুলিস্তানের বিটিসিএল ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার, গাজীপুরের টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) বিপণন সেন্টার এবং খুলনার বিসিএল ওয়ান পয়েন্ট থেকে বিক্রি করা হচ্ছে সাশ্রয়ী মূল্যের এই নোটবুক।
এসব বিক্রয় সেন্টার থেকে দোয়েল এর সবচেয় কম মূল্য ১০ হাজার ৫০০ টাকার নেটবুক বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকায়। ৩২০ জিবি ধারণ ক্ষমতার বেসিক ০৭০৩পি বিক্রি করা হচ্ছে ১৩ হাজার ৩০০ টাকায়। এর পূর্বমূল্য ছিল ১৫ হাজার ৫০০ টাকা। এছাড়াও একই মডেলের ২৫০জিবি হার্ডডিস্ক এর নোটবুক বিক্রি করা হচ্ছে ১৩ হাজার টাকায়। পূর্বমূল্য ২০ হাজার ৩০০ টাকার স্ট্যান্ডার্ড ২৬০৩ মডেলের নোটবুক ১৪ হাজার, অ্যাডভান্স-১৬১২ নোটবুক ১৪ হাজার, অ্যাডভান্স ১৬১২ মডেল ২০ হাজার এবং ১৬১২ই মডেল বিক্রি করা হচ্ছে ২১ হাজার টাকায়।
0 comments:
Post a Comment